মনিরুল হক, কোচবিহারঃ
মাথাভাঙ্গা থেকে শিতলকুচি যাওয়ার পথে বিজেপির পরিবর্তন রথযাত্রায় বাঁধা হয়ে দাঁড়াল হাই রেস্ট্রিকশন বার। সেই কারণে রথ দেখার স্বপ্ন অধরাই থেকে গেল শিতলকুচি বাসীর । এই ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্যেরও সৃষ্টি হয়েছে ।
জানা গেছে, বিজেপির পরিবর্তন রথযাত্রা মাথাভাঙ্গা থেকে শিতলতকুচি যাওয়ার পথে উপেন বর্মন সেতুতে হাই রেস্ট্রিকশন বার থাকার কারণে রথ আটকে যায়। যাওয়া হল না শিতলকুচিতে সেই পরিবর্তন রথ যাত্রার।
এদিন রথে থাকা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, নিশিথ প্রামানিক, সায়ন্তন বসু, মিহির গোস্বামী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা রথ থেকে নেমে কিছুটা পায়ে হেঁটে পরবর্তীতে নিজের নিজের গাড়িতে গোসাইয়ের হাটের উদ্দেশ্যে রওনা দেন।
আরও পড়ুনঃ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দাবিতে ঘেরাও- পথ অবরোধ কাকদ্বীপে
অপরদিকে রথটি ঘুরপথে আবার দিনহাটায় চলে যায়। কিন্তু রাস্তার দু ধারে যারা রথ দেখার জন্য অপেক্ষারত ছিলেন তারা রথ দেখতে পারলেন না।এদিন নিশিথ প্রামানিক বক্তব্য রাখতে গিয়ে বলেন, “রথ আটকায়নি। ব্রিজের উচ্চতা কম থাকার ফলে হাই রেস্ট্রিকশন বারে রথের উপরের অংশটি আটকে যায় এবং রথটি ঘুর পথে রওনা হয়। এই ঘটনার জেরে রথটি ঘুর পথে যাচ্ছে। তবে আমরা গোঁসাইহাটের দিকেই যাচ্ছি এবং আমাদের সাথে আরও একটি ছোটো রথ রয়েছে, সেটিও যাচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584