কর্মীর মরদেহ নিয়ে দিনহাটা থানায় ভাঙচুর বিজেপির

0
71

অমৃতা চন্দ, কোচবিহারঃ

জেল হেফাজতে মৃত্যু হওয়া বিজেপি কর্মী রাম প্রসাদ বাড়ুই-এর মরদেহ নিয়ে শব যাত্রা চলা কালীন দিনহাটা থানায় বিক্ষোভের পাশাপাশি ভাঙচুরের অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।

বিক্ষোভ। নিজস্ব চিত্র

আজ সন্ধ্যায় বিজেপি কর্মী রাম প্রসাদ বারুইয়ের মৃতদেহ কোচবিহার থেকে নিয়ে আসা হয়। শহরের বুড়ির পাঠ এলাকা থেকে বিজেপি কর্মী সমর্থকেরা শোক যাত্রা শুরু করে দিনহাটা থানার সামনে শোক মিছিল পৌঁছলে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে। পাশাপাশি এলোপাথাড়ি ঢিল ছোঁড়ে থানার ভেতরে এবং থানার সাইন বোর্ড ভেঙে দেয় বলে অভিযোগ। বাধ্য হয়ে থানার মূল ফটক বন্ধ করে দেয় পুলিশ।

নিজস্ব চিত্র

বিজেপির নেতৃত্ব অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেন, “ঢিল ছোঁড়ার সাথে আমাদের কর্মীদের কোনো সম্পর্ক নেই আমাদের দিকে ঢিল আসে থানা থেকে, বিজেপি নেতৃত্ব আরো বলেন, এদিন তাদের শান্তি পূর্ণ মিছিল চলছিল থানার গেট পার করার সময় থানার ভেতর থেকে মিছিলে ঢিল ছোঁড়ে কর্মীদের উপর।এরপরই কর্মীরা উত্তেজিত হয়।

নিজস্ব চিত্র

অভিযোগ করে আরো বলেন শাসক দল এবং পুলিশ মিলে এই ঘটনা ঘটিয়েছে।
এর পর মিছিল দিনহাটা শহরের পাঁচ মাথার মোড়ে যায় সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এবং পথ অবরোধ করে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। কিছুক্ষন পথ অবরোধ চলার পর মৃতদেহ নিয়ে রওনা হয় গোসানিমারির উদ্দেশ্যে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here