নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
চা বাগানের দুস্থ শ্রমিক পরিবারদের হাতে কম্বল তুলে দিলো আলিপুরদুয়ার জেলা পুলিশ। আলিপুরদুয়ার জেলার কালচিনি থানার পুলিশের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের এস পি নগেন্দ্র নাথ ত্রিপাটি, আলিপুরদুয়ার জেলার তৃনমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা ও অন্যান্য অতিথিরা।
কালচিনি পুলিশের উদ্যোগে প্রায় ৫০০ শ্রমিক পরিবারদের কম্বল বিতরণ করা হয়। সমস্ত শ্রমিকদের দুপুরে খাবার ব্যবস্থাও করা হয় পুলিশের পক্ষথেকে। তাদের নিজ হাতে দুপুরের খাবার বিতরণ করেন এস পি নগেন্দ্র নাথ ত্রিপাঠী।
আরও পড়ুনঃমূল্যবৃদ্ধি বিতর্কে পেঁয়াজ অপছন্দের জানালেন নির্মলা
তিনি বলেন চা বলয়ে প্রচুর মানুষ থাকেন যারা খুব কষ্টে জীবন যাপন করেন। তাদের মধ্যেই কিছু মানুষকে শীত বস্ত্র দিয়ে আমরা দুর্দশা নিবারণের চেষ্টা করেছি। সাধারণ মানুষ পুলিশের কাছে আসতে ভয় পায়। যেকোনো সমস্যায় তারা যেন অতি সহজেই পুলিশের কাছে আসতে পারেন। সেই কারণেই এই ধরনের অনুষ্ঠান। এককথায় সাধারন মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক করতেই এই আয়োজন করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584