গৃহহীন-ভবঘুরেদের কম্বল দান

0
59

শ্যামল রায়, পূর্বস্থলীঃ

কালনা মহকুমার নাদন ঘাট থানার পুলিশ রবিবার গভীর রাতে সমুদ্রগড় রেলস্টেশন চত্বর-সহ স্থানীয় বেশ কিছু এলাকায় ঘুমিয়ে থাকা গৃহহীন ভবঘুরেদের শীতের কম্বল বিতরণ করল। একেবারে নিজে হাতে কম্বল নিয়ে ভুবঘুরেদের গায়ে জড়িয়ে দিলেন থানার ওসি সুদীপ দাস।

blankets distributed | newsfront.co
কম্বল বিতরণ করা হচ্ছে। নিজস্ব চিত্র

সোমবার সুদীপ দাস জানিয়েছেন যে ব্যান্ডেল কাটোয়া রেল শাখার বিভিন্ন রেলস্টেশন চত্বরে অসহায় বয়স্ক মহিলা ও পুরুষদের দিনযাপন করতে দেখা গেছে। তাদের মধ্যে বেশিরভাগই কখনও খাবার পান আবার কখনও না খেয়েই দিন কাটিয়ে দেন। তার উপরে এরকম নিষ্ঠুর শীতকাল। শীতের প্রকোপ থেকে তাই ভবঘুরেদের রক্ষা করার জন্য এই কম্বল বিতরণ প্রকল্প।

জানা গেছে, এখনও পর্যন্ত ২০০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। পুলিশের এই উদ্যোগকে এলাকার মানুষ ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুনঃ সেনা বাহিনীর প্রতিরক্ষা প্রধান পদে নাম ঘোষণা বিপিন রাওয়াতের

ওসি সুদীপ দাস জানিয়েছেন শীতে জবুথবু গোটা এলাকা। একটু রাত বাড়লেই শীতের দাপটে বাইরে পা রাখা মুশকিল হয়ে পড়ছে৷ শীত উপেক্ষা করে বহু মানুষ রেলস্টেশন, বাসস্ট্যান্ডে রাত্রি যাপন ও দিনযাপন করছেন।

স্থানীয় মন্ত্রী তথা বিধায়ক স্বপন দেবনাথ জানিয়েছেন, শীতে কষ্ট পাওয়া মানুষগুলোকে কম্বল বিতরণ করেছেন পুলিশ বন্ধুরা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে মানুষের পাশে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে আন্তর্জাতিক চিত্র-ভাস্কর্য প্রদর্শনী

তিনি আরও জানান যে নাদন ঘাট থানার পুলিশ রাতের বেলায় ঐ সমস্ত অসহায় গরীব মানুষকে শীতের হাত থেকে রক্ষা করতে কম্বল দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছে আমি তাদের এই কাজের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here