শ্যামল রায়,পূর্বস্থলীঃ
আজ বৃহস্পতিবার দোলের দিন গ্যাস সিলিন্ডার ফেটে পূর্বস্থলীতে তিনটি বাড়ি ভস্মীভূত হয়ে গেল।
ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী থানার হাজরা পাড়ায়। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন পূর্বস্থলী থানার পুলিশ আধিকারিক রাকেশ মিশ্র প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঙ্কজ গাঙ্গুলী একটি স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি জয়ন্ত চক্রবর্তী সম্পাদক মিন্টু তফাদার ও স্থানীয় প্রতিবেশীরা।
যারা গিয়েছে যে হাজরা পাড়ার বৃন্দা হাজরা গোবিন্দ হাজরা লক্ষণ হাজরার বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে এই ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।টিনের চালা দেওয়া তিনটি বাড়ি সম্পূর্ণভাবে অগ্নিসংযোগে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর।
অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে পূর্বস্থলী অঞ্চলের উদ্যম নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা।ওই অসহায় পরিবারের হাতে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সম্পাদক মিন্টু তফাদার ৫০ হাজার টাকা তুলে দিয়েছেন সংস্থার সভাপতি জয়ন্ত চক্রবর্তীর হাত দিয়ে।দোলের দিন এই ধরনের অগ্নিসংযোগ ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।আগুন নেভাতে এলাকার মানুষ হাত লাগালে ও শেষমেশ রক্ষা হয়নি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে তিনটি ঘর।তৎসহ বাড়িতে যা যা জিনিসপত্র ছিল সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে বাড়ির কর্তা বৃন্দা হাজরা গোবিন্দ হাজরা লক্ষণ হাজরা সকলেই জানিয়েছেন।অগ্নিসংযোগ ঘটার ফলে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাসগৃহ
পূর্বস্থলী থানার পুলিশ আধিকারিক রাকেশ মিশ্র তার তদারকির মধ্যে দিয়ে আগুন নেভাতে সকলেই হাত লাগায় বলে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584