শিশুশ্রমিকদের ফেরানো সহ একাধিক দাবিতে বিডিওকে স্মারকলিপি ব্লক কংগ্রেসের

0
26

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

করোনা ভাইরাসের প্রকোপ থেকে দেশবাসীকে রক্ষা করার লক্ষ্যে দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে এ রাজ্যের বহু শ্রমিক আটকে পড়েছে ভিন রাজ্যে। শিশুশ্রমিকদের সরকারি খরচে ফেরানো, সাধারণ মানুষ যাতে বিনা পয়সায় রেশন দেওয়ার দাবিতে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিডিও অফিসের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি জমা দেওয়া হয়।

protest | newsfront.co
নিজস্ব চিত্র

মূল দাবিগুলো হলো, ১০০ দিনের প্রকল্পের কাজ বাড়িয়ে ২০০ দিন করতে হবে। এছাড়াও প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭০০০ টাকা করে জমা করতে হবে। পেট্রোল ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে। এছাড়াও একাধিক দাবি নিয়ে এদিন বিডিও অফিসের স্মারকলিপি জমা দেওয়া হয়।

আরও পড়ুনঃ দীঘা জুড়ে ‘আমফান’ সতর্কতা

এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়বেতা নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি ভৈরব রায় সহ একাধিক কংগ্রেস নেতা। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে, সামাজিক দূরত্ব বজায় রেখেই এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় ব্লক কংগ্রেসের পক্ষ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here