নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
অফিসের মধ্যে বসে রাত পর্যন্ত মদ্যপান করার অভিযোগ উঠলো পশ্চিম মেদিনীপুরের কেশপুর বি এল আর ও প্রশান্ত বিশ্বাসের বিরুদ্ধে।

শুধু তাই নয় অফিসের মধ্যে মিলল মদের বোতল সহ তরিতরকারির প্লেট। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। জানা যায়, গতকাল রাত ৯ টা নাগাদ বি এল আর ও অফিসে হইহুল্লোড়ের শব্দ পায় এলাকার মানুষ। এরপরই তারা অফিসের ভেতরে গিয়ে দেখেন, অফিসের ভেতরে যথারীতি মদ্যপান ও মচ্ছব চলছে।
আরও পড়ুনঃ বাড়ছে করোনার সংক্রমণ, সচেতনতা শিবির জেলা প্রশাসনের

এরপরই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। তারা অফিস ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর দেওয়া হয় কেশপুর থানায়। রাতেই ঘটনাস্থলে যায় কেশপুর থানার পুলিশ, কেশপুরের বিডিও। এবিষয়ে বি এল আর ও কে বিডিও জিজ্ঞেস করলেও তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।


এই ঘটনায় কার্যতই চাঞ্চল্য দেখা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন স্তরে। এবিষয়ে কেশপুরের বিধায়ক শিউলী সাহা জানান, এরমধ্যে শাষকদলের কেউ যুক্ত নেই। কিছু বহিরাগত মানুষকে নিয়ে অফিসের ভেতরে এইসব কাজ চলছিল।
আমি বিষয়টি জেলাপ্রশাসন, বিডিও, জেলা ভূমি সংস্কার উন্নয়ন আধিকারিককে জানিয়েছি। বিডিও ইতিমধ্যেই উনার দপ্তর থেকে সন্দেহজনক কিছু সি.ও সংগ্রহ করে নিয়ে গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষ। তদন্তের পরেই প্রশান্ত বিশ্বাসের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584