সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
করোনা ভাইরাসকে হারাতেই দেশে লাগু হয়েছে লকডাউন।পাশাপাশি এই মারণ ভাইরাস যাতে কোনভাবেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য এক জায়গায় দলবদ্ধ হয়ে থাকতে দিচ্ছে না প্রশাসন।

কিন্তু এলাকায় যে সব দলীয় কার্যালয়গুলো খোলা থাকছে, সেখানে গিয়ে কর্মীরা ভিড় করছে। সেই ভিড় এড়াতেই এলাকায় দলের সব কার্যালয় বন্ধ করে দিল গলসি ১ ব্লক তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুনঃ লকডাউনে গরীবদের পাশে দাঁড়ালেন ট্রাফিক পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থা- আলো
দলের তরফ থেকে জানানো হয়েছে, লকডাউন যতদিন চলবে, ততদিন দলের কোন শাখা সংগঠনের অফিস খোলা যাবে না। দলীয় কর্মীরা সংগঠনের অফিসে এসে ভিড় জমাবে না।
প্রসঙ্গত, গতকাল বিকালে পুরষা গ্রামের দলীয় কার্যালয় খোলা ছিল। বহু কর্মী সেখানে জমায়েত হওয়ার অভিযোগ জানানোর পরেই, দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দলের ব্লক সভাপতি শেখ জাকির হোসেন।
প্রত্যেক অঞ্চল সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে যতদিন লকডাউন চলবে, ততদিন পর্যন্ত দলীয় কোন শাখা ও সংগঠনের অফিস খোলা যাবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584