নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের বিজেপির পদ থেকে সরে দাঁড়ালেন ব্লক যুব সভাপতি প্রদীপ কোলে ওরফে পিন্টু,প্রদীপ কোলের অভিযোগ বর্তমানে তাঁকে না জানিয়ে ব্লক সভাপতি ও জেলা সভাপতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে,যেটাতে তিনি অপমান বোধ মনে করছেন,এ ছাড়াও ব্লক সভাপতি ও জেলা সভাপতি দলকে বিভাজন করছে এমনই অভিযোগ তুলেছেন ব্লক যুব সভাপতি প্রদীপ কোলে।
এছাড়াও নানান দিক থেকে তাঁকে মানসিক চাপ প্রয়োগ করছে বলে এমন অভিযোগ করেন তিনি,এই সব একগুচ্ছ অভিযোগ তুলে বুধবার বিকেল নাগাদ একটি স্মারকলিপি জেলা সভাপতিকে প্রদান করা হয়,সেই স্মারকলিপিতে স্পষ্টভাবে লেখা আমি বিজেপি র দল করলেও কোনও দায়িত্ব পালন করব না,অন্যদিকে বিজেপির জেলা সভাপতি শমিত কুমার দাস বলেন,’হোয়াটসঅ্যাপের মাধ্যমে পদত্যাগপত্র গ্রহণ করা যায় কি?এটা বিজেপির দলকে বদনাম করা হচ্ছে।’
আরও পড়ুনঃ গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে লুঠ লক্ষাধিক টাকার সামগ্রী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584