নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
সোমবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের জোতিনগরে পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে যে জোতিনগর এলাকায় পিএইচই দীর্ঘদিন ধরেই খারপ হয়ে পড়ে রয়েছে।
এর ফলে স্থানীয়রা বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন না। এর জন্য স্থানীয়দের কূপ ও নলকূপের জল খেতে হচ্ছে এবং এই জল খেয়ে বিভিন্ন রকম পেটের সমস্যা হচ্ছে স্থানীয়দের।
এর পাশাপাশি স্থানীয়দের আরও অভিযোগ যে বহুবার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিডিওকে জাননো হয়। কিন্তু তা সত্বেও কোন সুরাহ হয়নি। এমনকি কোন গুরুত্বই দিচ্ছে না বিষয়টি নিয়ে। এরই প্রতিবাদে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।
অন্য দিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফাঁসিদেওয়া থানার পুলিশ ওসি সুজিত লামা ও ফাঁসিদেওয়া ব্লকের বিডিও সঞ্জুগুহ মজুমদার। এরপর বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। এরপর বিডিও-র আশ্বাশের পরে পথ অবরোধ তুলে নেন। এই পথ অবরোধ প্রায় ঘন্টাখানেক চলে এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যদিও পুলিশের তৎপরতায় যানযট নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুনঃ রাস্তা সম্প্রসারণে জেরে যানজট গুসকরায়, ভোগান্তি পথচারীদের
এই বিষয়ে ফাঁসিদেওয়া ব্লকের বিডিও সঞ্জুগুহ মজুমদার বলেন যে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। তাই যতদ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584