শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
নির্ধারিত সময়ে না আসায় প্রায় ৬০ জন পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দিল না পুলিশ। ঘটনায় বালুরঘাট হিলি জাতীয় সড়কের বিএড কলেজ এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে পরীক্ষায় বসতে না পারা পরীক্ষার্থীরা।
ঘটনায় যানচলাচল বন্ধ হয়ে যায় বালুরঘাট শহরের বিএড কলেজ এলাকায়। এ দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। ডিএসপি হেড কোয়ার্টার ধীমান মিত্র-সহ কম ব্যাট ফোর্স উপস্থিত হয় সেখানে। ৩০ মিনিট পর পথ অবরোধ না তোলায় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।
পুলিশের লাঠিচার্জে এক চিত্র সাংবাদিক আহত হন। আহত চিত্র সাংবাদিককে জেলা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়, যদিও পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জের কথা অস্বীকার করা হয়েছে।
প্রসঙ্গত, সারা রাজ্যের পাশাপাশি রবিবার বালুরঘাট ব্লকের ১৭ টি পরীক্ষা কেন্দ্রে আবগারী দফতরের কনস্টেবল পদের পরীক্ষা চলছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584