হকার উচ্ছেদকে বে-আইনী ঘোষনার দাবীতে পথ অবরোধে পুলিশী নির্যাতনের অভিযোগ

0
242

নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ

Blocking the road to claim the eviction of the Hawker
অবরোধ।নিজস্ব চিত্র
Blocking the road to claim the eviction of the Hawker
অবরোধকারীদের গ্রেফতার।নিজস্ব চিত্র

অবরোধ ভাঙতে আক্রমণঃ

সুপ্রিম কোর্টের আইন থাকা সত্ত্বেও যুব বিশ্বকাপের সময় থেকে কখনও পুলিশ লেলিয়ে, কখনো পৌরসভার হল্লাগাড়ি এসে বিধাননগরের বিভিন্ন জায়গায় অবিরত চলছে হকার উচ্ছেদ। ২০১৪ সালের ‘স্ট্রিট ভেন্ডিং এক্ট’ চালু হবার পর কেটে গেছে পাঁচ বছর।আজও ওয়ার্ড ভিত্তিক টাউন ভেন্ডিং কমিটি গঠন তো দূরে থাক,হকারদের ন্যুনতম অধিকারই পান না বিধাননগরের অধিকাংশ হকার।এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি একটি নতুন রুল চালু করেছে, যেখানে হকারদের দোকানে আগুন জ্বালানো নিষিদ্ধ করা হয়েছে,অর্থাৎ খাবারের দোকানগুলি কেবল এইভাবেই বন্ধ করে দেওয়া যাবে। অন্যদিকে,সুপ্রিম কোর্টের ‘স্টে অর্ডার’-কে বুড়ো আঙুল দেখিয়েই চলছে উচ্ছেদ।হকারদের এই দাবিগুলিকে সামনে রেখে আজ আচার্য প্রফুল্ল চন্দ্র রোডে খান্না সিনেমার মোড়ে ‘পিপ্‌ল্‌’স্‌ ব্রিগেড বিধাননগর হকার্স ইউনিট’ আজ পথ অবরোধ করে। অবরোধকারীদের মূল দাবি ছিল,উচ্ছেদকে বে-আইনি ঘোষণা করতে হবে,আগুন বন্ধের কালা-কানুন বাতিল করতে হবে এবং অবিলম্বে ওয়ার্ড ভিত্তিক টাউন ভেন্ডিং কমিটি তৈরি করে সমস্ত হকারদের আই-ডি কার্ড দিতে হবে।পিপ্‌ল্‌’স্‌ ব্রিগেডের অবরোধ চলাকালীন অবরোধকারীদের হঠাতে বটতলা থানার পুলিশ আসে, অবরোধকারীরা তাঁদের অবস্থানে অনড় থাকলে পুলিশ এনে গ্রেপ্তার করা হয়। পিপ্‌ল্‌’স্‌ ব্রিগেডের কনভেনর বাসুদেব নাগ চৌধুরীকে রাস্তার ডিভাইডরের উপর থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়।মহিলা পুলিশকর্মী না থাকা সত্ত্বেও পিপ্‌ল্‌’স্‌ ব্রিগেডের কর্মী অনন্যা দেবকে টেনে হিঁচড়ে স্কার্ফ ধরে গ্রেপ্তার করে পুলিশ বলে অভিযোগ।পুলিশের লোহার রডের বাড়িতে আহত হন পিপ্‌ল্‌’স্‌ ব্রিগেডের আরো অনেক কর্মী। সংগঠনের কনভেনর বাসুদেব নাগ চৌধুরী বলেন,“আমরা পুরমন্ত্রীর কাছে আমাদের দাবি নিয়ে ডেপুটেশনের জন্য সময় চেয়েছিলাম, সেখান থেকে আমাদের বলা হয় যে,মন্ত্রী ডেপুটেশন নেন না! তাই আমরা আজ পথ অবরোধ করেছি।” তিনি আরো বলেন যে, “এর আগে তৃণমূল সরকার তাঁদের কিছু পেটোয়া হকার সংগঠনের সাথে ষড়যন্ত্র করে টি.ভি.সি তৈরি না করে গোটা বিধাননগরের প্রায় ৩৫০০ হকারের মধ্যে ৭৫০-রও কম হকারদের নামের তালিকা তৈরি করে!“ হকারদের দাবিকে সামনে রেখে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবে বিধাননগরের হকাররা বলেই জানিয়েছে।

Blocking the road to claim the eviction of the Hawker
নিজস্ব চিত্র

আরও পড়ুন: অনিয়ন্ত্রিত বাইকের ধাক্কায় নাবালকের মৃত্যু

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here