সুদীপ পাল, বর্ধমানঃ
রক্তের চাহিদা যেভাবে থাকে অনেক সময় সেই অনুপাতে থাকে না রক্তের জোগান। এই পরিস্থিতিতে আসানসোল জেলা হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক সোশ্যাল মিডিয়ায় রক্তদানের আর্জি জানাচ্ছে। জানা যায়, ২০১৮ ও ২০১৯ সালে ৩৪২ ও ৩৯৬টি রক্তদানের শিবির আয়োজিত হয়েছিল। তাতে ১১৮৭০ ইউনিট ও ১৫২০১ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছিল। কিন্তু রক্তের চাহিদা ছিল যথাক্রমে ১২৬১১ ইউনিট ও প্রায় ১৬ হাজার ইউনিট। সুতরাং একথা পরিস্কার যে চাহিদার তুলনায় যোগান কম। এই পরিস্থিতি ২০২০ সালে যাতে আর না হয় সেজন্য বছরের শুরু থেকেই লক্ষ্যমাত্রা ঠিক করে নেওয়া হয়েছে।
এ বছরে লক্ষ্যমাত্রা করা হয়েছে ১৭ হাজার ইউনিট এবং কমপক্ষে ৪৫০ টি শিবির করার কথা ভাবা হচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে রক্তদানের জন্য আর্জি জানানো হচ্ছে কেন? এ প্রসঙ্গে ব্লাড ব্যাঙ্কের চিকিৎসকরা বলছেন, নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়াতে সবসময় একটিভ থাকেন চিকিৎসকরা বলছেন সোশ্যাল মিডিয়া গ্রুপগুলিতে ‘অ্যাক্টিভ’ থাকেন। রক্তদানের আর্জি জানানোর ফলে একটি গ্রুপের কয়েকজন সদস্য হাসপাতালে এসে রক্ত দিয়েছেন। আসানসোল জেলা হাসপাতালে এই উদ্যোগের পাশে এসে দাঁড়িয়েছেন বেশকিছু বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। সরস্বতী পুজোর দিন রক্তদান সম্পর্কে বোঝাতে এবং উৎসাহিত করতে বেশ কয়েকটি বিদ্যালয়ে সচেতনতা শিবির করা হবে। ভবিষ্যতে একটি নিজস্ব অ্যাপ তৈরি করার পরিকল্পনাও রয়েছে ব্লাড ব্যাঙ্কের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584