প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
এই কদিনের লকডাউনের জেরে রক্ত সংকট দেখা দিয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে। সেই সংকট মেটাতেই এবার এগিয়ে এলেন রোগী কল্যান সমিতির সদস্য অর্ণব মণ্ডল। এরপরই রক্তদান কর্মসূচি শুরু করলেন তিনি। করোনার কারনে যে কোনও জমায়েতের উপর রয়েছে সরকারি নিষেধাজ্ঞা।
ফলে বেশ কিছুদিন থেকে কোনও রক্তদান শিবির না হওয়ার কারণে, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্যাপকহারে ব্লাড ব্যাংকে দেখা দিয়েছে রক্ত সংকট৷
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান বালুরঘাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
এর ফলে হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগী ও তাঁদের পরিজনদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে।
সেই সমস্যা মেটাতেই ধারাবাহিক রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে।
রোগী কল্যাণ সমিতির সদস্য অর্ণব মণ্ডল বলেন, “কোনও ক্যাম্প নয়। রক্ত দাতাদের সোজা ব্লাড ব্যাংকে আনা হচ্ছে। সোশ্যাল ডিস্টেন্সিং মেনে একজন করে রক্তদাতাদের রক্ত নেওয়া হচ্ছে”। তবে লকডাউন চলা পর্যন্ত এই রক্তদান চলবে বলেও তিনি জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584