শ্যামল রায়, কাটোয়াঃ
লকডাউন এর ষষ্ঠ দিন ছিল শনিবার । লকডাউন এর ফলে রক্তদান শিবির বন্ধ তাই, বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা গিয়েছে ।কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর’ বিদ্রোহী কবির এই মহান বানীকে বুকে আঁকড়ে ধরে এলাকার বিভিন্ন সংগঠনকে রক্তদান করে মানুষের প্রাণ রক্ষার্থে এগিয়ে আসার আহ্বান জানালেন মানবাধিকার কর্মী, সমাজকর্মী ও স্বেচ্ছায় রক্ত দাতা জয়দেব দত্ত।
বর্তমানে করোনা ভাইরাস আতংক ছড়িয়ে পড়ায় কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে রক্তদান শিবির কম হওয়ায়, রক্তের প্রয়োজনে রক্তদাতা নিয়ে এসে ব্লাডব্যাংকে রক্তদান করে রোগীর প্রাণ বাঁচাতে চেষ্টা করতে হচ্ছে।
আরও পড়ুনঃ হাসপাতালে থাকা রোগীর পরিজনদের খাবার দিয়ে সহায়তা, স্বেচ্ছাসেবী সংস্থার
কাটোয়া মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক জয়দেব দত্ত রক্তদাতাদের ফোনের মাধ্যমে যোগাযোগ করে, রক্তদাতা নিয়ে এসে ব্লাড ব্যাংক রক্তদান করেছেন। ব্লাড ব্যাংকের সকল কর্মকর্তা এই ভয়াবহ পরিস্থিতিতে অতি সতর্কতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে চলেছেন।
এর জন্য কাটোয়া মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক জয়দেব দত্ত সকল রক্তদাতা ও ব্লাড ব্যাংক কর্মীদের সাধুবাদ জানিয়েছেন। এই ভয়াবহ পরিস্থিতিতে সকল সংগঠনকে ব্লাড ব্যাংকে এসে রক্তদান করতে এগিয়ে আসতে অনুরোধ জানাচ্ছেন সংগঠনের সম্পাদক জয়দেব দত্ত।
সতর্কতা অবলম্বন করে প্রতিটি সংগঠন থেকেই অল্পসংখ্যক রক্তদাতা ব্লাড ব্যাংকে এসে রক্তদান করতে এগিয়ে আসলে রক্তের চাহিদা অনুযায়ী জোগান বাড়বে বলে মনে করেন সংগঠনের সম্পাদক। এদিন প্রায় ৪৯ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584