মালদহ মেডিকেলে প্রবল রক্ত সংকট, স্বেচ্ছাসেবীদের আবেদন

0
68

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

করোনা আবহের মধ্যে চরম রক্ত সংকট দেখা দিয়েছে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। বর্তমানে কয়েকটি গ্রুপ ছাড়া প্রায় কোন গ্রুপের রক্ত মজুত নেই মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে।

Blood bank | newsfront.co
নিজস্ব চিত্র

এই অবস্থায় সমস্যায় পড়েছেন মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ভর্তি থাকা রোগী এবং তাদের পরিবারের লোকজনরা। রক্তের অভাবে মেডিকেল কলেজ ও হাসপাতালে বহু রোগীর চিকিৎসা বন্ধ হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ কেরলে শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ, এবার বলছে আইএমএ

পরিস্থিতি সামলাতে জেলার রক্তদানকারী সংস্থাগুলোকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রক্তদানের আবেদন জানানো হয়েছে। চিকিৎসাধীন সব রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করা হচ্ছে। এখনও পর্যন্ত মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন দু’জন রোগীকে রক্ত দিয়ে প্রাণ ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here