নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা পরিস্থিতির কারণে জেলায় একের পর এক রক্তদান শিবির বাতিল হয়ে যাওয়ায় রাগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাডব্যাঙ্কে চরম রক্ত সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে বড় কোনও অঘটন ঘটে গেলে রক্ত সরবরাহ করা মুশকিল হয়ে উঠবে।
মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, যেখানে ব্লাড ব্যাঙ্কে দেড় হাজার ইউনিট রক্ত থাকার পরিকাঠামো রয়েছে সেখানে বতর্মানে মাত্র ৯ ইউনিট রক্ত রয়েছে। এমন সংকট কাটাতে আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাবগুলির কাছে রক্তদান শিবিরের আয়োজন করার অনেুরাধ করা হয়েছে মেডিকেল কলেজের পক্ষে। রায়গঞ্জ মেডিকেল কলেজের নোডাল অফিসার বিপ্লব হালদার বলেন, রক্ত যে পরিমাণ মজুত থাকার কথা তা নেই।
আরও পড়ুনঃ কোচবিহারে করোনায় আক্রান্ত ২৮, সুস্থ হয়েছেন ২৬
একাধিক রক্তদান শিবির করার অনুরোধ করা হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ব্লাড ব্যাঙ্কে মজুত ১০ ইউনিট রক্তও এই মূহুর্তে নেই। রক্তদান শিবির না হলে পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠবে। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপর নির্ভর করে থাকে বেসরকারি নার্সিং হোম ছাড়াও উত্তর দিনাজপুর জেলার কয়েকটি সরকারি হাসপাতাল। বর্তমানে রক্ত না থাকায় যে রীতিমতো উদ্বেগের সৃষ্টি হয়েছে , তা স্বীকার করে নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584