তাপস দাস, ইচ্ছাপুর: উত্তর ২৪ পরগনা জেলা ইচ্ছাপুর দেবীতল অরুন উদয় সংঘ বিশিষ্ট সমাজকর্মী হেমন্ত ব্যানার্জীর স্মরণে গাছ লাগান প্রান বাঁচান…. রক্তদান জীবন দান,এই অমোঘ শাশ্বত সত্য কথাটি স্মরণ করে ক্লাবের সদস্য সদস্যারা এক স্বেচ্ছায় রক্তদানের মধ্যদিয়ে মিলনোৎসবের রচনা করলেন।ব্যারাকপুর মহকুমা বি,এন,বোস হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকদের সহযোগীতায় ৬০ জন সমাজ সচেতক মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করেন।তারা বলেন, এই মহান কর্মযজ্ঞে অংশ গ্রহণ করতে পেরে নিজেদের ধন্য বলে মনে করছি।বাজার চলতি উপহার বর্জন করে পরিবেশ রক্ষার্থে প্রতি রক্তদাতাকে একটি গাছ উপহার দিয়ে আয়োজকরা সমাজে একটি সুন্দর বার্তা পৌঁছে দেবার চেষ্টা করেন।একশত একান্ন বার রক্তদান করে অনন্য নজীর সৃষ্টিকারী সমাজ কর্মী পরেশ সরকারের উপস্থিতিতে অনুষ্ঠানটি অন্যমাত্রা পায়।এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুনিল সিং,পৌরপ্রধান মলয় ঘোষ, পৌরপিতা রমেন দাস,সম্পাদক দেবজিৎ কোলে,সমাজ কর্মী সন্দীপ চক্রবর্তী প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584