ক্ষুদিরামের আত্মবলিদান দিবস রক্তদানের মাধ্যমে উদযাপন

0
134

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

রক্তদান শিবির আয়োজন ও চারাগাছ বিতরণের মধ্য দিয়ে ক্ষুদিরাম বসুকে স্মরণ করলো মেদিনীপুর কুইজ কেন্দ্র। মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১১ তম আত্মবলিদান দিবসে মুক্তধারা সাংস্কৃতিক বিকাশ ও চর্চা কেন্দ্রের সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার মুকুন্দপুর বাজারে এক রক্তদান শিবিরের আয়োজনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হলো ক্ষূদিরাম বসুকে। উদ্যোক্তাদের পক্ষ থেকে শংকর আচার্য্য জানান এদিন একজন মহিলা সহ মোট ৪৩ জন রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতাদের হাতে শংসাপত্রসহ সংস্থার চিরাচরিত রীতি অনুযায়ী একটি করে চারাগাছ প্রদান করা হয়।এদিন পূর্ব মেদিনীপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমন বিশ্বাস শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মালা দিয়ে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন। তিনি নিজেই সবার প্রথমে রক্তদান করেন।

চলছে রক্তদান।নিজস্ব চিত্র

সুমনবাবু বলেন, শীতকালে প্রচুর রক্তদান শিবির আয়োজিত হয়,ফলে রক্তের জোগান থাকলেও,গ্রীষ্মকালে সারা রাজ্যজুড়ে রক্তের যথেষ্ট চাহিদা থাকে। ফলে এইসময় রক্তদান শিবিরের আয়োজন রাজ্যে রক্তের চাহিদা অনেকটাই মেটানো যায়।সুমনবাবু আরও জানান তিনি বছরে তিনবার রক্তদান করেন।সুদূর ডায়মন্ড হারবার থেকে এদিন রক্ত দিতে এসেছিলেন দুই রক্তদাতা। ২০১৮ সালে মেদিনীপুর কুইজ কেন্দ্রের উদ্যোগে এটি চতুর্থ রক্তদান শিবির আয়োজন করা হল। এর আগে শ্রাদ্ধবাসরে, জন্মদিনে,বৌভাতের আসরে রক্তদান শিবির আয়োজনের মাধ্যমে জনসাধারনকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন সদস্যরা। সংস্থার পক্ষ থেকে দীনেশ দাস জানান গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধে জনগনকে বৃক্ষরোপনের বার্তা দিতেই গাছ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিবির সাফল্য মন্ডিত হওয়া কুইজ কেন্দ্রের কাঁথি শাখাকে অভিনন্দন জানিয়েছেন সংস্থার সম্পাদক মৌসম মজুমদার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here