স্বয়ংম্ভর গোষ্ঠীর কুড়ি বছর পূর্তিতে রক্তদান সাংস্কৃতিক অনুষ্ঠান নবদ্বীপে

0
101

শ্যামল রায়,নবদ্বীপঃ

শনিবার সারা দিন ব্যাপী নবদ্বীপ থানার বিপ্রনগর শতদল  স্বয়ংম্ভর গোষ্ঠীর কুড়ি বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবির ও আলোচনা সভা নাচ গানের আয়োজন ছিল।
রক্তদান শিবিরের উদ্বোধন করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বিজয় সর্দার।উপস্থিত ছিলেন প্রধান অতিথি ছবি হালদার বিশেষ অতিথি বলাই দেবনাথ স্বয়ংম্ভর গোষ্ঠীর সম্পাদক অমল চক্রবর্তী সভাপতি হরে কৃষ্ণ দেবনাথ কানাই দেবনাথ শঙ্কর দেবনাথ সহ অনেকে।
বক্তব্য রাখতে গিয়ে স্বয়ংম্ভর গোষ্ঠীর সম্পাদক অমূল্য চক্রবর্তী জানিয়েছেন যে তাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি দীর্ঘ কুড়ি বছর অতিক্রান্ত করল। বিভিন্ন গ্রামেগঞ্জে ছোট ছোট মহিলাদের দল গঠনের মধ্যে দিয়ে ক্ষুদ্র ঋণ প্রকল্পের মধ্যে দিয়ে এদেরকে স্বাবলম্বী করার কাজ চলছে। এছাড়াও মেয়েদেরকে স্বাবলম্বী করতে সাজের জিনিসপত্র তৈরির একটি প্রকল্প হাতে নিয়ে কাজ চলছে জোরকদমে।একটি টিউটর হোম চালু করা হয়েছে যেখানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছয় জন ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় শতাধিক।
এই শতদল স্বয়ংম্ভর গোষ্ঠী আগামীদিনে এলাকার গরীব মানুষের জন্য ক্ষুদ্রঋণ প্রকল্পে স্বাবলম্বী করতে ১০০% কাজ করে যাবে বলে  জানিয়ে দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হরেকৃষ্ণ দেবনাথ।ক্ষুদ্র ঋণ প্রকল্পের মধ্যে দিয়ে প্রায় এক হাজার মহিলা ইতিমধ্যে উপকৃত হয়েছেন বলে সংস্থা সূত্রে জানা গিয়েছে। কেউ তাঁত শিল্পে স্বাবলম্বী হয়েছেন কেউ মুদিখানার দোকান কেউ গরু হাঁস মুরগি পালনের মধ্যে দিয়ে স্বাবলম্বী হয়ে উঠছেন এই স্বয়ংম্ভর গোষ্ঠীর মধ্যে দিয়ে।

নিজস্ব চিত্র

একদিকে রক্তদান শিবির অন্যদিকে আলোচনা সভা এবং নাচ গানের অনুষ্ঠান হয়। নৃত্য পরিবেশন করেন সায়ন্তনী দাস বৃষ্টি বৃথা কোয়েল সুভদ্রা সঞ্চিতা দেবনাথ রাইমা সুপ্রিয়া মনীষা যমুনা দাস হরিপ্রিয়া দাস অবন্তি দাস প্রমুখ।উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বলাই দেবনাথ সহশিল্পীরা।এছাড়াও এই অনুষ্ঠানে রক্তদাতাদের হাতে একটি সুন্দর ব্যাগ এবং একটি মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়েছে বলে সম্পাদক অমল চক্রবর্তী জানিয়েছেন। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনায় ও সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শ্যামল রায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here