জৈদুল শেখ, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এদিনের এই রক্তদান শিবিরে প্রায় একশোর বেশি রক্ত দাতা স্বেচ্ছায় রক্ত দান করেন।
মঙ্গলবারের এই রক্তদান শিবিরে মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক সাগর রানা, বড়ঞা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবদাস বিশ্বাস সহ কান্দি মহকুমা পুলিশ ও বড়ঞা থানার পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং পুলিশ কর্মী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মূলত কান্দি মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটানোর উদ্দেশ্যে কান্দি মহকুমা পুলিশের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে যে, প্রতিটি থানা এলাকায় থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হবে। মঙ্গলবার বড়ঞা থানার পুলিশের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির সেই কর্মসূচীরই অংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584