রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ
এনএসটি গ্রাম উন্নয়ন ট্রাস্টের সৌজন্যে মোঃ সুকরান আলী সেখের উদ্যোগ ও পরিচালনায় মরহুম ইউনুস আলি ও রিজীয়া বিবির স্মৃতিতে সাগরদিঘী থানার অন্তর্গত বিনোদবাটি গ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার।ক্বারী আহমাদুল্লাহ সাহেবের কোরান আবৃত্তির মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে জাতি-ধর্ম নির্বিশেষে ১০০ জন অসহায় ও অক্ষম মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।
তাছাড়া এই রক্তদান শিবিরে ১০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানে মহিলাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরদিঘী ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সাহেব। তিনি তাঁর সংক্ষিপ্ত ভাষনে রক্তদানের প্রয়োজন ও গুরুত্ব সম্পর্কে গ্রামবাসি কে বুঝান এবং সুকরান সেখের এই উদ্যোগের প্রশংসা করেন।
আরও পড়ুনঃ পুনঃনির্মাণ ও নতুন পরিষেবার উদ্বোধন সাদিখাঁন দেয়ার বিদ্যানিকেতনের
গ্রামে এই প্রথম রক্তদান শিবির, তাই এই অনুষ্ঠানকে ঘিরে গ্রামবাসীর মধ্যে যথেষ্ট উচ্ছাস ও আনন্দ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের শেষ লগ্নে মসজিদের ইমাম হাফিজ গোলাম মুস্তাফা সাহেব মরহুম ইউনুস আলি ও রিজীয়া বিবির আত্মার মাগফিরাত ও বিশ্ববাসীর সার্বিক কল্যান কামনা করে দোওয়া করেন। পরিশেষে মো:সুকরান আলী উপস্থিত সকলকেই ধন্যবাদ জানিয়ে উক্ত অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584