নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিশ্বজোড়া মহামারী করোনা পরিস্থিতিতে দেশজুড়ে লকডাউনের সংকটকালে রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এল বামপন্থী গণসংগঠন গুলি। শনিবার শ্রমিক সংগঠন সিটুর ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে মেদিনীপুর শহরের শ্যামসংঘ ভবনে সিটু, ডিওয়াইএফআই, এসএফআই, গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

শিবির শুরুর আগে সিটুর পতাকা উত্তোলন করে শহীদ বেদীতে মাল্যদান করা হয়। এই শিবিরে ১২ জন মহিলা সহ মোট ৬০ জন রক্তদাতা রক্তদান করেন। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সিটুর কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব দীপক সরকার, সিপিআইএমের জেলা সম্পাদক তরুণ রায়, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা,সিটুর জেলা সহ-সভাপতি কীর্তি দে বক্সী, সুকুমার আচার্য,সঞ্জয় সিনহা,কমল ঘোষ সহ বামপন্থী শ্রমিক, যুব, ছাত্র ও মহিলা আন্দোলনের নেতৃত্ব। অন্যদিকে এদিন সিটুর প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে খড়্গপুরের প্রেমবাজারে সিটু অনুমোদিত ৫ টি ইউনিয়নের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের জেলা নেতৃত্ব গোপাল প্রামানিক।
আরও পড়ুনঃ অফিস খোলার বিষয়ে সিদ্ধান্ত বদল মুখ্যমন্ত্রীর, জানালেন টুইটারে
উপস্থিত ছিলেন শ্রমিক নেতা অনিত মন্ডল, অসিত সরকার, সবুজ ঘোড়াই, হরেকৃষ্ণ দেবনাথ, অমিতাভ দাস , পূর্নেন্দু পানিগ্রাহী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা বিজয় পাল, পৌরসভার কাউন্সিলর স্মৃতিকণা দেবনাথ। সংক্ষিপ্ত সভায় গণসংগীত পরিবেশন করেন “গণজাগরণ কন্ঠ”-এর শিল্পীবৃন্দ। এই শিবিরে ৪৫ জন রক্তদাতা রক্তদান করেন যাদের সিংহভাগই শ্রমিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584