নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
গ্রীষ্ম পড়তেই সারা রাজ্য জুড়ে দেখা দেয় রক্তের সংকট। তার উপর করোনা আবহে দেশ ও সমগ্র রাজ্য জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের ফলে চলতি বছরের শুরুর থেকেই কোন ক্লাব বা সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করতে পারেনি। তার ফলে আরও রক্তের সংকট দেখা দিয়েছে হাসপাতালের ব্লাড ব্যাংকগুলিতে।
সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এই লকডাইনের মধ্যেই প্রত্যেক থানাগুলি রক্তদান শিবিরের আয়োজন করছে। তাই বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত, দীঘা থানার উদ্যোগে এক বেসরকারি হোটেলে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন এই শিবিরের উদ্বোধন করেন ডিএসপি (ইউ টি) ঈপ্সিতা দত্ত। শুধু তাই নয়, এদিন তিনি নিজে ওই শিবিরে রক্তদান করেন।
আরও পড়ুনঃ লকডাউনে ঘরে বসেই অনলাইনে ক্লাস করছে মেডিকেল কলেজের পড়ুয়ারা
এর পাশাপাশি সরকারের নিয়ম অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখেই অনুষ্ঠিত হয় এই শিবির। এদিন প্রায় ৩০ জন সিভিক এবং পুলিশ কর্মী মিলে রক্তদান করেন। তবে পুলিশ সূত্রের খবর, বিশ্ব জুড়ে যে করোনা মহামারীর আকার নিয়েছে। প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে হলেও মাস্ক ছাড়া কখনই বের হবেন না। করোনাকে ভয় নয় বরং লকডাউন মেনে চলুন, ঘরে থাকুন। আর এই লকডাউনকে সফল করতে এলাকাবাসীদের পাশে সব সময় পুলিশ আছে।
এছাড়াও এদিন এই শিবির থেকে প্রাপ্য রক্ত, কাঁথি মহকুমা হাসপাতালের ব্ল্যাড ব্যাংকের সদস্যরা সংগ্রহ করেন।
এর পাশাপাশি এই শিবিরে উপস্থিত ছিলেন দিঘার সিআই সুজয় মুখ্যার্জী, দিঘা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু প্রধান, রামনগর-১ ব্লকের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত পাত্র, সমাজসেবী কমল আদক ও তপন মাইতি- সহ বিশিষ্ট জনেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584