পিএসইউ-এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির নওদার আমতলাতে

0
58

তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

করোনা ভাইরাসের তৃতীয় ওয়েভের প্রভাব আসার সাথে সাথে রক্তের সংকট দেখা দিয়েছে জেলা জুড়ে৷ এই অবস্থায় ‘মানুষ মানুষের জন্য’ এই আপ্তবাক্যকে পাথেয় করে আরএসপির ছাত্র সংগঠন পিএসইউ নওদা লোকাল কমিটির উদ্যোগে নওদার প্রাক্তন বিধায়ক জয়ন্ত বিশ্বাসের চতুর্থ প্রয়াণ দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আমতলাতে৷

Blood donation camp
নিজস্ব চিত্র

এদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন পিএসইউ -এর রাজ্য সম্পাদক নওফেল মহাঃ সাফিউল্লা৷ এছাড়াও উপস্থিত ছিলেন পিএসইউ এর জেলা সম্পাদক হাবিবুর রহমান ও আরএসপির মুর্শিদাবাদ জেলা সম্পাদক বিশ্বনাথ ব্যানার্জী৷

blood donation
রক্তদান শিবির। নিজস্ব চিত্র

পিএসইউ এর নওদা লোকাল কমিটির সম্পাদক রুবেল সেখ জানিয়েছেন, এদিনের শিবিরে ৮৪ জন রক্তদান করেন৷ রক্তদান শিবিরকে ঘিরে আমতলা বাজার পিএসইউ এর পতাকাতে সেজে উঠেছিল এবং এলাকার মানুষের উৎসাহ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷

আরও পড়ুনঃ মহামারীর কারণে বন্ধ হতে চলেছে ডোমকলের তাঁত ফ্যাক্টরি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here