‘দো হাজার বিশ, হটাও নীতিশ’, জেলে বসেই টুইট লালুর

0
77

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

জেলে বন্দী হয়েই নীতিশ কুমারকে সরানোর টুইট করলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। নীতিশকে আক্রমণ করে এ দিন লালু টুইট করেন, ‘‘দো হাজার বিশ, হটাও নীতিশ।” আরজেডি এবং জেডিইউ-এর মধ্যে চলা বিরোধের প্রসঙ্গে নীতিশ সম্পর্কে এমন কটাক্ষ করেন লালু।

গত ৩০ ডিসেম্বর প্রকাশিত নীতি আয়োগের রিপোর্টে বিহারের ব্যর্থতার নজির তুলে নীতিশ কুমারের সরকারকে আক্রমণ করেন লালু প্রসাদ যাদব। তাঁর দাবি, ‘নীতি আয়োগ ও কেন্দ্রীয় সরকার’— উভয়ই বিহারে নীতিশের অপশাসনকে ‘শূন্য’ দিয়েছে। বিহারকে অপদস্থ করার জন্যই এই আক্রমণ।

লালু প্রসাদ যাদব। চিত্র সৌজন্যঃ এনডিটিভি বাংলা

প্রতিটি রাজ্যের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত দিক থেকে বিচারের ভিত্তিতে প্রকাশিত ওই রিপোর্টের তালিকায় এক নম্বরে রয়েছে কেরল। সবচেয়ে নীচে বিহার।

বৃহস্পতিবার জেডিইউ-এর প্রকাশ করা একটি পোস্টারে লালু প্রসাদ যাদবের সরকারের ছবি তুলে ধরা হয়েছে। এছাড়াও ওই পোস্টারে ছিল ভাঙা রাস্তা, পথের ধারের আলোয় পড়ুয়াদের পড়াশোনা, রক্তের দাগ ও মানুষের হাতে বন্দুকের ছবি। পাশাপাশি নীতীশ কুমার সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে দুর্নীতি-মুক্ত ভাবমূর্তি ও রাজ্যের উন্নয়নমূলক কাজকর্মের বিষয়ে।

এরপরেই বিহার সরকারের উদ্দেশ্যে লালু প্রশ্ন তোলেন, ‘‘আপনারা কি কিছু করবেন নাকি কেবল পোস্টারের মাধ্যমে প্রতিবাদ করবেন?” নীতিশকে কটাক্ষ করে লালু আরও বলেন, ডানা না থাকলে আকাশে ওড়ার স্বপ্ন দেখা উচিত না, তাহলে আহত হতে হবে।

এই বছর বিহারে বিধানসভা নির্বাচনের আগে লালুর এরকম কটাক্ষ ভরা মন্তব্য ও টুইট নিয়ে আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here