দাসপুরে রক্তদান শিবিরে মরণোত্তর দেহ দানের অঙ্গীকার

0
79

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

blood donation camp at daspur 2
নিজস্ব চিত্র

রক্তদান শিবিরে মরণোত্তর দেহ দান করে নজির গড়ল দাসপুর সিপিএমের লোকাল কমিটির যুব সংগঠন ডি ওয়াই এফ আই এবং এস এফ আই।আজ ছুটির দিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি মরণোত্তর দেহদানের ব্যবস্থা রেখেছিল তারা।

blood donation camp at daspur
নিজস্ব চিত্র

শিবির শেষে স্বেচ্ছায় রক্ত দাতার সংখ্যা ৩৫ হলেও মরণোত্তর দেহ দানের সংখ্যাটা বেশ তাক লাগানো।সমস্ত কুসংস্কার ঝেড়ে ফেলে দাসপুরের এই শিবিরে ১৪ জন মানুষ আজ লিখিত অঙ্গীকার করলেন তাঁদের মৃতুর পর তাঁদের দেহ মানুষের সেবায় ব্যবহার করার জন্য।

blood donation camp at daspur 3
রক্তদাতা। নিজস্ব চিত্র

দাসপুর পোষ্ট অফিসের সামনে হওয়া আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন ডি ওয়ান এফ আই এর জেলা সম্পাদক তুহিন সামন্ত,সভাপতি রণজিৎ পাল,এস এফ আই এর জেলা সম্পাদক প্রসেনজিৎ মুদি ছাড়াও স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।তুহিন বাবু বলেন দাসপুরের বুকে ১৪ জন মানুষ মরণোত্তর দেহ দান করলেন এটা সত্যিই মানুষের চিন্তাভাবনার এক আমূল পরিবর্তন।

আরও পড়ুনঃ চড়াম-চড়াম দাওয়াই ছেড়ে পাঁচনেই আস্থা অনুব্রতর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here