সীমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
রক্তের আকাল মেটাতে এবার ডায়মন্ডহারবারে রক্তদান শিবিরের আয়োজন করল তৃণমূল। লকডাউন ও আমপানে বিধ্বস্ত রাজ্যের বেশ কয়েকটি জেলা। এরই জেরে বিভিন্ন হাসপাতালে দেখা দিয়েছে রক্তের আকাল।
মুমূর্ষু রোগীদের রক্তের অভাব মেটাতে এদিন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের কপাট হাটে বিধায়ক জনসংযোগ কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করলেন বিধায়ক দীপক হালদার। ডায়মন্ডহারবার জেলা হাসপাতালের সহযোগিতায় এদিনের এই রক্তদান শিবির আয়োজন করা হয়। রক্তদান শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা রক্ত দান করেন।
আরও পড়ুনঃ পিটিএস থেকে বদলি আরও ২৫ কলকাতা পুলিশকর্মী
বিধায়ক দীপক হালদার জানান, ‘বর্তমানে বিভিন্ন হাসপাতালে রক্তের অভাব দেখা যাচ্ছে। ফলে একদিকে যেমন বিপাকে পড়েছে মুমূর্ষ রোগীরা, ঠিক তেমনি রক্তের অভাবে মৃত্যুর মুখে থ্যালাসেমিয়া রোগীদের। তাই ডায়মন্ডহারবার বিধানসভার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তের অভাব মেটাতে ধারাবাহিকভাবে রক্তদান শিবির চলবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584