শ্যামল রায়,বর্ধমানঃ সোমবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কাটোয়া মহকুমা শাখার উদ্যোগে রক্তদান শিবির হল।এদিন ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু দিন । এই দিনটিকে স্মরণীয় রাখতে শিক্ষকরা রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন কাটোয়ার ১১ নম্বর ওয়ার্ডের রেডক্রসের পিছনে কমিউনিটি হলে।
রক্তদান শিবিরের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা কাটোয়া পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি অচিন্ত্য মল্লিক পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তপন পোড়েল সমিতির কাটোয়া মহাকুমা সভাপতি শেখ মোহাম্মদ আবু বক্কর রক্তদান শিবিরের আহ্বায়ক জয়ন্ত সিংহ সহ অনেকে।
শিক্ষক সমিতির কাটোয়া মহকুমা সভাপতি শেখ মোহাম্মদ আবু বক্কর জানিয়েছেন যে এদিন মোট ৪০ জন স্বেচ্ছায় রক্তদান করেন শিক্ষকরা।
বিগত কিছুদিন ধরে কাটোয়া মহকুমা ব্লাডব্যাংকে চরম রক্তশূন্যতা দেখা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে মিটাতে শিক্ষকদের এগিয়ে আসা উচিত একটি আবেদনপত্র ভিত্তিতে আমরা এদিন রক্তদান শিবিরের আয়োজন করি এবং রক্ত সংকট মেটাতে এগিয়ে আসি। এছাড়াও প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু দিন উপলক্ষে উপস্থিত সকলেই স্মৃতিচারণ করেন এবং তার স্মরণে রক্তদান অনুষ্ঠিত হয়। বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে রক্তদান করা মুমূর্ষু রোগীদের পক্ষে প্রাণে বাঁচিয়ে রাখার এটি একটি মাধ্যম। শিক্ষকদের এই ধরনের রক্তদান শিবির কে প্রশংসা করেছেন তিনি।
ফিচার ছবি সংগৃহীত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584