কেশপুরে সিদ্ধেশ্বরী পূজা উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন

0
61

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Blood donation camp at keshpur
নিজস্ব চিত্র

গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে সিদ্ধেশ্বরী কালী পূজা উপলক্ষ্যে রক্তদান শিবির হলো কেশপুরে।পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ঝেঁতলা গ্রাম পঞ্চায়েতের গোগ্রাম জামুয়া সিদ্ধেশ্বরী ঐক‍্য সমন্বয়ী ক্লাবের ব‍্যবস্থাপনায় ও মেদিনীপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।

Blood donation camp at keshpur
রক্তদাতা। নিজস্ব চিত্র

এই শিবিরে ৪ জন মহিলা সহ মোট ৪৩ জন রক্তদান করেন।সিদ্ধেশ্বরী পূজার এক দশক(দশম বর্ষপূর্তি) উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান কর্মসূচি সংঘের পক্ষ থেকে গ্রহণ করা হয়।প্রথমবার এলাকায় অনুষ্ঠিত এই ধরনের রক্তদান শিবির উপলক্ষ‍্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায়।রক্তদান শিবিরের উদ্বোধন করেন ঝেঁতলা গ্রাম পঞ্চায়েত প্রধান সবিতা সামন্ত।উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পানমনি মুর্মু বিশিষ্ট সমাজসেবী করুণা সিন্ধু দণ্ডপাট,সমাজসেবী মনোরঞ্জন মিদ‍্যা, ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি অসীম ধর,ঝেঁতলা শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চৌধুরী স্থানীয় গোগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ প্রসাদ পোড়‍্যা প্রমুখ। ক্লাবের সম্পাদক তারকনাথ নাগ ও সভাপতি মাধব দে জানান যে, “আগামী দিনে আরো বেশি বেশি করে সামাজিক দায়বদ্ধতা মূলক কর্মসূচী গ্রহণ করা হবে এবং স্থানীয় লোকসংস্কৃতি ও সংস্কৃতি চর্চাকে বাঁচিয়ে রাখার জন্য সারা বছর ধরে নানা উদ্যোগ গ্রহণ করা হবে।”গোটা কর্মসূচী সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ার জন্য সবাইকে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংঘের সদস্য আশীষ কুমার নাগ।

আরও পড়ুনঃ রক্তের সংকট নিরসনে বিধাননগরে রক্তদান শিবির

Blood donation camp at keshpur
নিজস্ব চিত্র

এদিনের শিবিরে রক্ত সংগ্রহ করেন ঝাড়গ্রাম জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ।শিবিরটিকে সফল করতে সাহায্যের হাত বাড়িয়ে দেন এইচডিএফসি ব‍্যাংকের মেদিনীপুর শাখা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here