নুর হোসেন,লালবাগ: রক্তের কোন জাত নেই,কোন ধর্ম নেই, তাই সারা দেশে সাম্প্রদায়িকতা রুখতে , সম্প্রীতির বার্তা নিয়ে আজ ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন ভগবানগোলা লোকাল কমিটি র উদ্দোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হয়। এই দিন সকাল থেকেই রক্তদাতার স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে।এই শিবিরে ৭৩ জন রক্ত দান করেন । এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভগবানগোলার বিধায়ক মহাসিন আলী, যুব ফেডারেশনের রাজ্য কমিটির সদস্য কামাল হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের মুর্শিদাবাদ জেলার সভাপতি আনোয়ার সাদাত , জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সৈয়দ নুরুল হাসান, সিপার শিকো , উত্তম দাস এবং SFI এর ভগবানগোল লোকাল কমিটি র সম্পাদক জামাল উদ্দিন ও সভাপতি দেবজিৎ সরকার।
ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের মুর্শিদাবাদ জেলার সম্পাদকমন্ডলীর সদস্য সৈয়দ নুরুল হাসান বলেন,”রক্তের কোন জাত নেই,কোন ধর্ম নেই, তাই সারা দেশে সাম্প্রদায়িকতা রুখতে আমরা ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন মুর্শিদাবাদ জেলা জুড়ে রক্তদান শিবির করছি, আজ ভগবানগোলাতে উৎসবের মেজাজে রক্তদান শিবিরটি চলছে, এটাই বামপন্থী যুব সংগঠন, এটাই DYFI আমরাই পারি অসুস্থ রোগীর পাশে দাঁড়াতে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584