নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
দীর্ঘ প্রায় এক মাসের বেশি সময় ধরে রক্তশূণ্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক।সেই সমস্যা সমাধানে এগিয়ে আসল মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী আধিকারিকেরা।
বৃহস্পতিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ও শিক্ষা ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজিত হলো। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি অমিত কুমার দাঁ, ডেপুটি সুপার জ্যোতিষ চন্দ্র দাস সহ কর্তা আধিকারিক থেকে কর্মীরা। এদিনের এই শিবিরে চিকিৎসক নার্স থেকে বিভিন্ন বিভাগের কর্মীরা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে।
আরও পড়ুনঃ বর্ধমান প্রেস ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন
এদিন প্রায় দুই শতাধিক রক্তদাতা রক্তদান করেন।এদিনের এই শিবিরের পর রক্ত সংকটের সমস্যার কিছুটা সমাধান হবে বলে আশাবাদী মেডিকেলের কর্তারা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584