শ্যামল রায়,নবদ্বীপঃ
বৃহস্পতিবার নবদ্বীপ পৌরসভা সার্ধ শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো।
রক্তদান শিবিরের উদ্বোধন করেন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে নবদ্বীপ পৌরসভা চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা।উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুবীর কুমার পাল, শ্রমিক কংগ্রেসের সম্পাদক অনন্ত দেবনাথ স্থানীয় কাউন্সিলর আশীষ চক্রবর্ত্তী মনিকা চক্রবর্তী অনুরাধা মন্ডল মিহির কান্তি পাল নিতাই দাস গোষ্ঠ গোপাল ভট্টাচার্য সহ অনেকে।
উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে বিমান কৃষ্ণ সাহা জানিয়েছেন যে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবির এলাকার মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে অনেকটাই উপকারে লাগবে।
আরো পড়ুনঃ পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির
এছাড়াও তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে নবদ্বীপের ব্লাড ব্যাংক এবং নবদ্বীপ হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার যথেষ্ট উন্নতি করেছে আজ স্বাস্থ্য পরিষেবা নিয়ে কোনোরকম অভিযোগ নেই একটি রেফারহীন হাসপাতালে পরিণত হয়েছে নবদ্বীপ হাসপাতাল।
এছাড়াও নবদ্বীপ শহরের উন্নতির দিক থেকে ব্যাপক কর্মযজ্ঞ চলছে এবং বহু কাজ শেষ হয়েছে বলে উল্লেখ করেন উপস্থিত বক্তারা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি নানাবিধ প্রকল্পের কথা উল্লেখ করেন এবং আপামর সমস্ত ধরনের মানুষ এই প্রকল্পের সুযোগ গ্রহণ করে উপকৃত হচ্ছেন বলেও উল্লেখ করেন বিনায়ক পুন্ডরীকাক্ষ সাহা।নবদ্বীপ ধাম রেল স্টেশন রোড বিবেকানন্দ স্টেডিয়ামের সম্মুখে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।সন্ধি এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় অনুষ্ঠানে বাউল শিল্পী ঝুমা দাস বাউল ও লোক সঙ্গীত পরিবেশন করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584