মীর রাকেশ রৌশন, কান্দী, মুর্শিদাবাদ
‘রক্তদান মহত দান, রক্তদান জীবন দান এই স্লোগান কে সামনে রেখে’-SFI এবং DYFI জীবন্তি লোকাল কমিটির উদ্যোগে আজ রবিবার বেলা ১০ ঘটিকায় জীবন্তি পুলিশ ক্যাম্পের সামনে ২৫ তম রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধক ছিলেন নবগ্রামের মাননীয় বিধায়ক কানাইচন্দ্র মন্ডল মহাশয়।
এই শিবিরে ৩৫ জন রক্তদাতা রক্ত দেন।সভাপতিত্ব করেন DYFI লোকাল সম্পাদক জৈদুল সেখ।
উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট্য সমাজসেবী গণপতি চন্দ্র মহাশয় তার স্বরচিত স্বরচিত কবিতা পাঠ করেন।
একাকার বিশিষ্ট শিক্ষক জসিমু্দ্দীন সেখ, সফিউর রহমান, পঙ্কজ বাগ, আব্দুল জলীল প্রমুখ রক্তদানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
রক্তদান শিবিরে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল কে এগিয়ে আসার জন্য SFI এর পক্ষ থেকে ধন্যবাদ জানান বাপ্পা চন্দ্র, মাইসারুল সেখ। DYFI পক্ষ থেকে দেলুয়ার হোসেন,রক্ষাকর রায়,সফিউর রহমান, জৈদুল সেখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584