নিজস্ব প্রতিনিধি, কল্যাণী :
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলারদের উদ্যোগে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা, থ্যালাসেমিয়া স্ক্রীনিং ও কাউন্সেলিং-এর আয়োজন করা হয়েছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সত্যেন্দ্রনাথ ভবনে আগামীকাল ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে এই শিবির চলবে। গবেষক ও ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কৃষ্ণেন্দু রায় জানান, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক শংকর কুমার ঘোষ মহাশয় এই রক্তদান শিবিরের শুভ সূচনা করবেন। এই কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, আধিকারিক, শিক্ষাকর্মীদের অফুরন্ত সহয়োগিতা দেখা গেছে যার ফলে এই উদ্যোগ বিশেষ দাগ কাটবে-এই আশা প্রকাশ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূর শিক্ষা বিভাগের সহ অধিকর্তা ও গবেষক ফারুক আহমেদ।
গবেষকদের মধ্যে সুরাইয়া পারভীন, পীযূষ কান্তি ঘোষদের মধ্যে এই শিবিরকে সফল করার জন্য মহতী উদ্যোগ লক্ষ্য করা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584