নবজাতক রিয়ানের আনন্দে রক্তদান শিবিরের আয়োজন

0
120

নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ

Blood Donation camp for new born baby
নিজস্ব চিত্র

নবজাতক রিয়ানের জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল আজ কুড়মাইল যুব সংঘ চত্ত্বরে।বালুরঘাটের বাসিন্দা মণিকা বর্মণ ও শুভাশিস বর্মণের প্রথম সন্তান এই রিয়ান,গত ২০ ফেব্রুয়ারি ২০১৯ বাবা মায়ের কোল আলো করে এই পৃথিবীতে আসে।

Blood Donation camp for new born baby
নিজস্ব চিত্র

সেই খুশিতে জেলায় রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করেন রিয়ানের পরিবার।দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে এখন চলছে তীব্র রক্তসংকট।এমন সংকটময় মুহূর্তে শুভাশিস ও মণিকার সদিচ্ছাকে বাস্তবায়িত করতে এগিয়ে আসেন বালুরঘাট ব্লকের কুড়মাইল এলাকার দুটি স্বেচ্ছাসেবী সংগঠন,’যুব সংঘ’ এবং ‘মোরান’।তারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

আরও পড়ুনঃ গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে রক্তদান শিবিরের আয়োজন

Blood Donation camp for new born baby
নিজস্ব চিত্র

নবজাতক সন্তানের জন্ম উপলক্ষে রক্তদান শিবির, দক্ষিণ দিনাজপুর জেলায় এমন উদ্যোগ এই প্রথম বলে দাবী করলেন রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত সমাজসেবী কৌশিক বিশ্বাস মহাশয়।আজকের শিবিরে মোট ৩৬ জন রক্তদান করেন।

Blood Donation camp for new born baby
নিজস্ব চিত্র

যাদের মধ্যে কুড়িজন এই প্রথম রক্তদান করলেন। এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন ডক্টর সাগর বেসরা, সমাজকর্মী সূরজ দাশ, মোরানের সভাপতি কৌশিক বিশ্বাস,ডাক্তার নীলাঞ্জন রায়, বিপ্লব মহন্ত, সুবোধ রায়, যুব সংঘের সম্পাদক পার্থ মাহাত প্রমুখ।রিয়ানের বাবা শুভাশিস বলেন জেলায় রক্ত সংকট মেটাতে এমন উদ্যোগ নিতে পেরে তিনি গর্বিত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here