নিজস্ব সংবাদদাতা,বহরমপুরঃ
বহরমপুর উত্তরণ সমাজের উদ্যোগে সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েত ভবনে আয়োজিত হল থ্যালসেমিয়া আক্রান্তদের জন্য রক্তদান শিবির অনুষ্ঠিত হল।পেঁয়াজ চাষের ভরা মরসুমে জীবিকার দাবী উপেক্ষা করে মানবিক দাবীকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে এলেন সর্বাঙ্গপুর সহ আশপাশের এলাকার মানুষ।নারীপুরুষ নির্বিশেষে পঞ্চাশ জন মানুষ সর্বাঙ্গপুর, বাইতিগাছা,রাজনগর, বিহারিয়া,আমতলা, বহরমপুর এমনকি মালদহেরও একজন রক্ত দিলেন; যেখানে প্রথম রক্তদাতা একজন মহিলা। শ্রীমতী সান্ত্বনা দাসের রক্ত নেওয়া দিয়ে শুরু হল শিবিরের সংগ্রহ।উজ্জ্বল-মানব দত্তরা যেমন পিতাপুত্র, তেমনি শুকদেব-সোমা মণ্ডল সহ দুই দম্পতি যেমন রক্তদান করলেন তেমনি মোট পাঁচ জন মহিলাও রক্ত দিলেন। মালদহের মলয় বসাক, আমতলার শিক্ষক শমীক মণ্ডল, ডাকাতিয়াপোতা স্কুলের প্রধান শিক্ষক দীপ্তেন্দু মণ্ডল,বিহারিয়ার প্রণব মণ্ডল,জ্যোৎস্না মণ্ডল এঁরাও রক্ত দিলেন। যাদের সহযোগিতায় শ্রমে এই রক্তদান শিবির সফল হল তাঁদের মধ্যে সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিকাশ মণ্ডল,দেবদাস বিশ্বাস,রামকৃষ্ণ মণ্ডল, প্রসূন মণ্ডল,উৎপল মণ্ডল,দিলীপ মণ্ডল, বিজয় মণ্ডলের নাম করতেই হয়।সাফল্যমণ্ডিত এই শিবিরের শেষে অংশগ্রহণকারীরা পঙ্কতি ভোজনের মধ্য দিয়ে আনন্দ ভাগ করে নিলেন।সহযোগিতায় ছিলেন সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েত,সর্বাঙ্গপুর আদর্শ পাঠাগার, সর্বাঙ্গপুর নেতাজী সংঘ এবং দি থ্যালসেমিয়া সোসাইটি অফ ইণ্ডিয়া।
আরও পড়ুন: ‘মহুল’ সাহিত্য পত্রিকার দশক পূর্তির অনুষ্ঠান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584