মারনঘাতি ভাইরাসকে উপেক্ষা করেও প্রাণ বাঁচাতে এগিয়ে এল রক্ত দাতারা

0
41

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

বিশ্ব ব‍্যাপী মানব সভ‍্যতা যখন মারনঘাতি ভাইরাসের সাথে জীবন যুদ্ধে দিশেহারা। তখন শুধু শিবির আয়োজনের অভাবে দেখা দিয়েছে তীব্র রক্ত সংকট। তার উপর এখন প্রখর গ্রীষ্ম।

blood donation | newsfront.co
স্বেচ্ছায় রক্তদান। নিজস্ব চিত্র

সেই সময় রক্তের চাহিদা মেটাতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রাধামাধব মন্দিরে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে লকডাউনের আবহেই রক্তদান শিবির সংঘঠিত হল।

আরও পড়ুনঃ রক্ত সংকট মেটাতে অগ্রণী ভূমিকা পালন পুলিশের

সব কিছুকে উপেক্ষা করে রক্ত দিলেন তিনজন মহিলা সহ পঁচিশ জন। তাদের এই স্বেচ্ছায় দান করা রক্ত সংগ্রহ করেন তমলুক ব্লাড ব‍্যাংক। এই সংস্থার উদ্যোগে এটি ছিল ৪৩ তম রক্ত দান শিবির।

এদিন রক্ত দান শিবির থেকে মানুষদের ঘরে থাকা ও এই মারন ভাইরাসের হাত থেকে বাঁচতে সব রকম অবশ্যমান‍্য নিয়মবিধি মেনে চলার জন‍্য অবিরাম প্রচার চালানো হয় বলে সংস্থার পক্ষ থেকে জানা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here