নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ব্লকের চাঁদা বিবেকানন্দ ক্লাবটি বিভিন্ন সময় বিভিন্ন মনীষীদের জন্ম- মৃত্যু উদযাপন ও বিভিন্ন দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের সমাজ সচেতনতা মূলক কাজের সাথে যুক্ত থাকেন।
কখনো রক্তদান তো কখনো আবার গরীব দুস্থদের কাপড় , মশারি থেকে কম্বল দান এই ক্লাবের সদস্যরা করে থাকেন। সরস্বতী পূজা উপলক্ষ্যে এবারেও রক্তদানের মত এক মহৎ উদ্যোগ দেখা গেলো। এই রক্তদান শিবিরে মোট রক্তদাতার সংখ্যা ছিলো ৬৬জন। এদের মধ্যে মহিলার সংখ্যা ছিলো ১১ জন।
তবে উল্লেখযোগ্য বিষয় ছিল টেনপুর ঠাকময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বন্দনা মাইতি উপস্থিত থেকে রক্তদান করেন। তিনি বলেন, রক্তদান মহান দান। এই রকম এই রক্তদান শিবিরে উপস্থিত থেকে নিজেকে ধন্য মনে হচ্ছে।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে নবনির্মিত পলিটেকনিক কলেজ ভবন পরিদর্শনে পূর্ণেন্দু
এছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা যেমন অংক দৌড়, বিস্কুট দৌড়, শাঁখ বাজানো, দড়ি টানাটানি, হাঁড়ি ভাঙা ইত্যাদি মনোরঞ্জন মূলক অনেক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রত্যেক প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সুললিত কণ্ঠে ও নিজস্ব বাচনভঙ্গিতে সঞ্চলনা করেন মুগবসান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রায়। ক্লাবের সম্পাদক গণেশ মাইতি সমস্ত রক্তদাতা ও অনুষ্ঠানে সহযোগিতা কারীদের বিশেষ ধন্যবাদ জানান। এই ধরনের উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584