মনিরুল হক, কোচবিহারঃ
করোনা আবহে রাজ্যে দেখা দিয়েছে রক্তসঙ্কট। আর সেই রক্তসঙ্কট মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন কলকাতা ও রাজ্য পুলিশের তরফে রক্তদান শিবিরের।
যদিও লকডাউনের কারণে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গুলো হল্লা করে রক্তদান থেকে বিরত রয়েছে। তাই রাজ্যের মুমুর্ষ রোগীদের কথা ভেবে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়ের সহযোগিতায় রক্তদান শিবির করা হয়।
বুধবার কোচবিহার মন্দার মোড়ে ট্র্যাফিক পুলিশের উদ্যোগে রক্তদান শিবিরে ৫০ জনেরও বেশি মানুষ রক্তদান করেন। এদিন ওই ৫০ ইউনিট রক্ত তুলে দেওয়া হয় কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে।
এদিন ওই রক্তদানে রক্তদাতাদের উৎসাহিত করতে হাজির ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ডিএসপি ট্র্যাফিক চন্দন দাস সহ কোচবিহার সদর ট্র্যাফিক পরিবার। সেখানে জনপ্রতিনিধিদের পাশাপাশি সেভিক ভলেন্টিয়ার, কিছু সাংবাদিক সহ বিভিন্ন মানুষ জন রক্তদান করেন।
আরও পড়ুনঃ লকডাউনে মন্ত্রীর এলাকায় ত্রান বিলিতে দলীয় কর্মী সমর্থকরা
এদিন এবিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় বলেন, এই সঙ্কটময় পরিস্থিতিতে রাজ্যে তথা হাসপাতাল গুলিতে রক্তের সঙ্কট পড়েছে। তাতে সাধারন মানুষের অসুবিধায় পড়তে হচ্ছে।
তাছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী রক্তদান শিবির করার নির্দেশ দিয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন তাদের মত করে রক্তদান করেছে। তাই আজ আমরাও রক্তদান করে সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম। যাতে কোন সাধারন মানুষ রক্ত সংকটে না ভোগে।
আজ এখানে রক্তদান করেছে সিভিক ভলেন্টিয়ার ও আমাদের সহকর্মী এবং সাংবাদিক বন্ধুরা মিলে ৫০ জন। আজকের রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করতে যাঁরা হাত বাড়িয়ে দিয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584