হুগলিতে রক্তদান কর্মসূচির আয়োজন

0
142

মোহনা বিশ্বাস, হুগলিঃ

রক্তদান মানে জীবনদান। অর্থাৎ, আপনার দেওয়া একফোঁটা রক্তে প্রাণ ফিরে পেতে পারেন একটা মানুষ। বর্তমানে করোনাভাইরাসের প্রভাবে শূণ্য ব্লাড ব্যাঙ্ক। রক্ত সঙ্কটে পড়েছেন হাজার হাজার মানুষ। লকডাউনে রক্তদানে নিষেধাজ্ঞা ছিল।

blood donation camp | newsfront.co
নিজস্ব চিত্র

তবে আনলক ওয়ানে সামাজিক দূরত্ব মেনে এবং সরকারি সমস্ত বিধিনিষেধ মেনে রক্তদানের অনুমতি মিলেছে। তাই রোগীদের রক্তের চাহিদা মেটাতে লকডাউনের মধ্যেই হুগলিতে আয়োজিত হল রক্তদান শিবির।

blood donation camp | newsfront.co
নিজস্ব চিত্র

শনিবার তারকেশ্বর শহর তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে তারকেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম কুন্ডু-র তত্ত্বাবধানে বাংলার প্রথম যুবশক্তি আয়োজিত রক্তদান শিবির অনুষ্ঠিত হল।
এদিন লাদাখে ভারত-চিন সংঘর্ষে শহীদ জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন করে হুগলিতে অনুষ্ঠিত এই রক্তদান উৎসবের শুভারম্ভ হয়।

blood donation camp | newsfront.co
নিজস্ব চিত্র

এই রক্তদান শিবির প্রসঙ্গে হুগলি জেলার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শান্তনু ব্যানার্জী বলেন, হুগলিতে তৃণমূল-কংগ্রেস দলের তরফে সারাবছর নানান উন্নয়নমূলক কাজ করা হয়। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল এই রক্তদান উৎসব। সরকার ক্ষমতায় আসার আগে থেকেই, ২০০০ সাল থেকে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে আসছে। হুগলির মানুষের আবেগ এবং উৎসাহে এই রক্তদান কর্মসূচি, রক্তদান উৎসবে পরিণত হয়েছে।

blood donation camp | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ চা শ্রমিকদের খাদ্য সামগ্রী দান তৃণমূলের

এমনকি শুধু হুগলির না অন্যান্য অনেক জেলার মানুষও এই উৎসবে যোগদান করেন। প্রচুর জনসমাগম হয়। অন্যান্য বছর একজায়গায় এই উৎসব অনুষ্ঠিত হয়।

কিন্তু এই বছর করোনা সংক্রমণে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ১২টি ওয়ার্ডে ভাগ করে এই রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শান্তনু বাবু সবাইকে ধন্যবাদ জানিয়ে আরও বলেছেন যে, হুগলি জেলার সাধারণ মানুষ এবং দলের অন্যান্য নেতৃবৃন্দের সহযোগিতা ছাড়া এই রক্তদান উৎসব অনুষ্ঠিত করা সম্ভব ছিল না। যারা রক্তদান করেছেন তারা প্রত্যেকেই সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরেই এই কর্মসূচি সম্পন্ন করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here