নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
‘আর্ট অফ লিভিং টিচার’ নাম করলেই এককথায় চেনা যায় এই স্বেচ্ছাসেবী সংস্থাকে। রাজ্যের বিভিন্ন জেলায় এই সংস্থার পক্ষ থেকে নানা রকম সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে এই স্বেচ্ছাসেবী সংগঠন।
এই লক্ষ্যেই বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকায় এই সংগঠনের পক্ষ থেকে বস্ত্র দান ও রক্তদানের পাশাপাশি যোগ ব্যায়ামের আয়োজন করা হয়।
এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোলাঘাট বিডিও মদন মন্ডল। বক্তব্য রাখতে গিয়ে বিডিও মদন মন্ডল বাবু বলেন, এটা একটা ভাল উদ্যোগ। আমরা বহু ক্ষেত্রে দেখেছি রক্তের অভাবে অনেক দুর্ঘটনা ঘটেছে রাজ্যে।
আরও পড়ুনঃ আস্থা ভোটে জয় তৃণমূলের, দখলে ভাটপাড়া পুরসভা
আগামী দিনে এসব দুর্ঘটনা থেকে যাতে সাধারণ মানুষকে বিরত রাখা যায়, তার জন্যই এই স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগ। এই উদ্যোগকে অনেকটাই গর্বের চোখে দেখছেন বিডিও মদন মন্ডল।
এ দিন অনুষ্ঠানে তিনি আরও বলেন, আগামী দিনে প্রশাসনের তরফ থেকে যা কিছু সহযোগিতা করার আগামী দিনে করব।
আরও পড়ুনঃ স্বাস্থ্য সাথী প্রকল্প সম্পর্কে সচেতনতা প্রশাসনের তরফে
অন্যদিকে এ স্বেচ্ছাসেবী সংগঠনের এক কর্মকর্তা পবিত্র ঘোষ জানান, “কিছু না কিছু সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাক। অন্যান্য জেলাতেও বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকি। সাধারণ মানুষ যাতে উপকৃত হয় সেদিকটা সবসময় নজর রাখি।”
তবে এই উদ্যোগে যে এলাকাবাসী খুশি, তা বলা বাহুল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584