নিজস্ব সংবাদদাতা মেদিনীপুরঃ
মেদিনীপুর শহরে অবস্থিত অন্যতম প্রাচীন বালিকা বিদ্যালয় পাহাড়ীপুর গার্লস হাইস্কুলের গৌরবময় ১২৫ তম বর্ষপূর্তি উৎসব আগামী ১লা মে থেকে ৩ রা মে অনুষ্ঠিত হবে। এই ১২৫ বছর উদযাপন উৎসবকে সামনে রেখে মঙ্গলবার বিদ্যালয় সভাগৃহে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। শিবিরে চার জন মহিলা সহ মোট ১৭ জন রক্তদান করেন।রক্তদান করেন বিদ্যালয়ের শিক্ষিকা-শিক্ষাকর্মীবৃন্দ এবং বিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা। শিবিরে উপস্থিত সকলকে স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধারাণী খাঁড়া।
আরও পড়ুনঃ মেদিনীপুরে অনুষ্ঠিত হচ্ছে চারদিনের বসন্ত মেলা, উপস্থিত ছিলেন বিধায়িকা জুন মালিয়া
রক্তদান শিবির উপলক্ষ্যে এদিন বিদ্যলয়ে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর পুরসভার দুই কাউন্সিলার সুসময় মুখার্জি ও নম্রতা চৌধুরী,রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর, সমাজকর্মী ফাকরুদ্দিন মল্লিক, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সমাজকর্মী অরিন্দম ভৌমিক, সমাজসেবী রাহুল কোলে প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকাগণ ও শিক্ষাকর্মীবৃন্দ। রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। সমগ্র শিবিরটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান করণিক সুমন্ত দেবনাথ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584