হার্ষিত সিং,মালদা: বিয়ের বৌভাতের সকালে রক্তদান শিবিরের আয়োজন করে অভিনব নজির গড়ল এক নব দম্পতি । বামোনগোলা ব্লকের বামোনগোলা পঞ্চায়েতের মানুলি গ্রামে শনিবার সকাল থেকে অনুষ্ঠিত হল এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের।
পেশায় প্রাথমিক শিক্ষক পাত্র সুজিত মন্ডলের ইচ্ছায় অনুষ্ঠিত হল এই রক্তদান শিবিরে। সুজিত মন্ডল এক সময় ভারত স্কাউচ গাইডের মালদা শাখার হয়ে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতেন। সেই সময় থেকে তিনি বুঝেছেন রক্তের প্রয়জনীয়তা। তাই তিনি তখন থেকেই এমন ভাবনা শুরু করেন। এদিন তিনি বলেন, বহুদিন থেকে তার ইচ্ছা ছিল বৌভাতের অনুষ্ঠানে রক্তদান শিবির করার। ইচ্ছা পূরণ হওয়ায তিনি খুশি। এদিন ভারত স্কাউচ গাইডের উদ্যোগে অনুষ্ঠিত হল এই শিবিরের। মহিলা সহ এদিন মোট ৩০ জন দাতা স্বেচ্ছায় রক্তদান করে। নব বধূ মৃদুলা রায় স্বামীর কাজে খুশি হয়ে জানান,এটা খুব ভাল উদ্যোগ। আমি চায় এই ধরনের প্রচেষ্টা যেন প্রতিটি বিয়ের অনুষ্ঠানে হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584