হরষিত সিংহ,মালদহঃ
মালদা জেলা ব্ল্যাড ব্যাঙ্কের রক্ত সংকট দূর করতে ইংরেজবাজার থানায় অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। বৃহস্পতিবার থানা প্রঙ্গনে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা পুলিশের একাধিক কর্তা আধিকারিকেরা। এদিনের এই শিবিরে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার মিলিয়ে প্রায় শতাধিক দাতা রক্তদান করেন।
জুন মাসের খরা মরশুমে রাজ্যজুড়ে রক্তের সংকটের জেরে সমস্যায় পড়েন বহু মুহুর্ষ রোগী। সেই সময় রক্ত সংকট সমস্যার সমাধান করতে রাজ্যের প্রতিটি জেলার পুলিশ প্রশাসনকে সাহায্যের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। সেই ধারা অব্যহত মালদা জেলায়। রক্তের ঘাটতি মেটাতে বৃহস্পতিবার বিকেলে ইংরেজবাজার থানায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় জেলা পুলিশের উদ্যোগে।
এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার(গ্রামীন) দীপক সরকার, ইংরেজবাজার থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু, বিশিষ্ট চিকিৎসক ডি সরকার সহ অন্যান্য অফিসার ও আধিকারিকরা। এদিনের এই শিবিরে প্রায় শতাধিক পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার স্বেচ্ছায় রক্তদান করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584