নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুরঃ
গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে,কেরানীচটি নাগরিকবৃন্দের উদ্যোগে, একটি রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো রবিবার।কেরানীচটি সব্জিবাজারে আয়োজিত এই শিবিরে সহযোগিতার হাত বাড়ালো উই ফর অল, বিডিআই ট্রাস্ট কোলকাতা, মেদিনীপুর লায়ন্স ক্লাব, এফবিআই লাইফের মেদিনীপুর শাখা, শুভেচ্ছা ও কেয়ারফুল ডায়গোনস্টিক, সময় বাংলা,মেদিনীপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের মত বিভিন্ন সংস্থা।
এই শিবিরে উপস্থিত ছিলেন উদয় রঞ্জন পাল, প্রসেনজিৎ সাহা,প্রণব চক্রবর্তী,জয়ন্ত চক্রবর্তী,অখিলবন্ধু মহাপাত্র, ঈশিতা চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ গোস্বামী ,ডাঃ কিংকর সিং, ডাঃ রাজা ভকত,জয়ন্ত মন্ডল, নিসর্গ নির্যাস মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। শিবিরে বেশ ১১ মহিলা সহ মোট ৭২ জন রক্ত দান করেন এবং প্রায় তিনশো মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের তরফে রক্ত সংগ্রহ করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে কেরানীচটির নাগরিকবৃন্দর এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584