বাদ বালুরঘাট! দক্ষিণ দিনাজপুরের বাকি ৫ কেন্দ্রের প্রার্থী ঘোষণা বিজেপি’র

0
110

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

ভোট ঘোষণার দীর্ঘদিন পর নানান টালবাহানাকে পাশ কাটিয়ে বিজেপি দল আজ দক্ষিণ দিনাজপুর জেলার ৬ টি আসনের মধ্যে একমাত্র বালুরঘাট আসন বাদে ৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা করল। কেন বালুরঘাট আসনের প্রার্থীর নাম ঘোষণা হল না তা নিয়ে ধন্দে জেলার বিজেপি নেতৃত্ব।

bjp party | newsfront.co
নিজস্ব চিত্র

আজ সকাল থেকেই জেলার বিজেপি নেতৃত্ব ও কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই ৬ আসনের প্রার্থীদের নাম জানার জন্য। কিন্তু বিকেল ৫টায় দিল্লি থেকে দলীয় দফতরে বসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী রাজ্যের সাথে এই জেলার জন্য দলের মোট ১৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা করলেও তাতে বালুরঘাট আসনের প্রার্থীর নাম ছিলনা।

bharatiya janata party | newsfront.co
নিজস্ব চিত্র

এরপরেই দলের অন্দরে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তাহলে কি আলিপুরদুয়ারের প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে সরিয়ে নিয়ে এসে বালুরঘাটের প্রার্থী করা হবে। যদিও জেলা বিজেপির নেতৃত্ব এব্যাপারে মুখ খুলতে নারাজ। তাদের দাবি, প্রার্থী নিয়ে শেষ কথা বলবে কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের এবিষয়ে কোন হাত নেই।

আরও পড়ুনঃ প্রার্থী বদলের সম্ভাবনাকে ফুৎকারে ওড়ালেন দিলীপ

এদিকে দক্ষিণ দিনাজপুর জেলার পাঁচ বিধানসভা আসনে বিজেপি দলের ঘোষিত প্রার্থীরা হলেন কুশমন্ডি বিধানসভা আসনে রনজ্যিত রায়, হরিরামপুর কেন্দ্রের নিলাঞ্জন রায়, গঙ্গারামপুর কেন্দ্রের সত্যেন রায়। সত্যেন বাবু গতবছর শুভেন্দু অধিকারীর সাথে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

অপরদিকে কুমারগঞ্জ আসনে মানস সরকার, তিনি বিগত বিধানসভা আসনেও বিজেপি দলের প্রার্থী ছিলেন। এছাড়াও তপন কেন্দ্রে বুধাই টুডুকে দল এবার প্রার্থী করেছে।দক্ষিণ দিনাজপুর জেলায় সপ্তম দফায় আগামী ২৬ এপ্রিল ভোটগ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ খেলা শেষ হবে, উন্নয়ন আরম্ভ হবে! পুরুলিয়ায় বললেন প্রধানমন্ত্রী

এখন দেখার, জেলার পাঁচ আসনের জন্য বিজেপি দল প্রার্থী ঘোষণা করলেও কবে বালুরঘাট আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে? সেদিকে তাকিয়ে বিজেপি দলের কর্মী সমর্থক থেকে শাসক ও অন্যান্য বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের পাশাপাশি জেলার সাধারণ মানুষজন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here