হৃদয় খননঃ মাহবুবা করিম 

0
182

জানালা দিয়ে ঠেলে বের করে দাও অন্ধকার

এবার একটু আলো জ্বালো বুকের ব-দ্বীপে।

নক্ষত্র জ্বলা রাতে মনকে প্রসারিত কর

শূন্যে ছড়াও দুহাতের ডানা

স্থির কর দুচোখের দৃষ্টি

এবার প্রার্থনা কর

চারপাশে সৃষ্ট কর বিশুদ্ধ সিম্ফনি স্পর্শ।

হ্যাঁ ইচ্ছে পোষণ কর! চাও……

মনে মনে অরণি-অরণি-অরণি-বলতে বলতে

কান ঝালাপালা করে দাও ঈশ্বরের

অতঃপর ধূপ মিশানো বাতাসের পালকে দুলতে দুলতে

আমি এসে কান পাতবো বুকের উপর ।

এবার অনুভব কর! ছুঁতে পারছো!!

এই নাও নখ-আঙুলের কর-হাতের তালু

তৃষ্ণা মেটাও, ক্ষুধা-বিদ্বেষ-প্রতিহিংসার জ্বালা মেটাও

মেটাও জীবনের অগনিত আকাঙ্খা।

তারপর হৃদয় খনন করে তৃপ্তি নাও____

চোখ-মন-আত্মার বহমান অন্তরে

প্রাণ উজাড় করে নিঃশ্বাসে ভালোবাসা নাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here