শিক্ষকের স্মরণ সভায় রক্তদান শিবির বিদ্যানগর গয়ারামদাস বিদ্যামন্দিরে

0
59

শ্যামল রায়,পূর্বস্থলীঃ

বৃহস্পতিবার পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যামন্দিরের  উদ্যোগে ও ব্যবস্থাপনায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিধায়ক পরেশ গোস্বামীর মৃত্যু দিন উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এবং সেই সাথে মহাপ্রভু চৈতন্য দেবের একটি বিগ্রহ প্রতিষ্ঠিত হয়। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের অন্যতম মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ।প্রদীপ প্রজ্জ্বলন করেন ভারত সেবাশ্রম সংঘের বৈশিষ্ট্য নন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের প্রধান পার্থপ্রতিম দাস ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিভাস বিশ্বাস পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক ।উদ্বোধক মন্ত্রী স্বপন দেবনাথ জানান যে এই বিদ্যালয় প্রধান শিক্ষক ছিলেন পরেশ চন্দ্র গোস্বামী।

চলছে রক্তদান শিবির।নিজস্ব চিত্র

তিনি একাধারে ছিলেন ছাত্র গড়ার কারিগর অন্যদিকে সামাজিক দায়বদ্ধতায় একাধিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি।রাজনীতিতে একজন পারদর্শী ব্যক্তিত্ব হিসেবে এলাকায় সকলের কাছে পরিচিতি ছিলেন। সেই সাথে বিদ্যালয়ের উন্নয়নে তাঁর গুরুত্ব এবং দায়িত্ব ছিল অপরিসীম।স্বপনবাবু বলেন যে,রাজনৈতিক দিকদর্শক এবং একজন পথপ্রদর্শক তার গুরু ছিলেন পরেশ চন্দ্র গোস্বামী। রাজনীতির পাশাপাশি সামাজিক কাজে যেভাবে যুক্ত ছিলেন এখনকার সময়ে বিরলতম ঘটনা বলে উল্লেখ করেন প্রাক্তন ছাত্র এবং রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ।প্রধান শিক্ষক বিভাস বিশ্বাস বলেন যে নবদ্বীপ থেকে মহাপ্রভু চৈতন্যদেব বিদ্যানগরে পড়াশোনা করার জন্য আসতেন।মহাপ্রভুর স্মৃতি বিজড়িত এই বিদ্যানগরকে স্মরনীয় করে রাখতে বিদ্যালয় প্রাঙ্গনে বসানো হলো তার একটি বিগ্রহ।ছাত্র ছাত্রীরা বিদ্যাঅর্জন করার জন্য যখন বিদ্যালয় প্রাঙ্গণে ঢুকবেন তখন মহাপ্রভুকে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে তাদের পড়াশুনার কাজে নিযুক্ত হবেন তাই বিদ্যালয় প্রবেশদ্বারে বসানো হয়েছে এই বিগ্রহটি।

মহাপ্রভু শ্রীচৈতন্যের মূর্তি উদ্বোধন। নিজস্ব চিত্র

এদিন প্রশান্ত দাস বিএড কলেজের ছাত্রীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন।বিদ্যালয়ের শিক্ষিকা ও ইন্দ্রানী দাস তার এনসিসি ক্যাডারদের নিয়ে অনুষ্ঠানটি সার্বিক সুন্দর করবার জন্য সর্বদা যুক্ত ছিলেন বিদ্যালয় প্রাঙ্গনে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিভাস বিশ্বাস আরও জানিয়েছেন যে রক্তদান শিবিরে স্বেচ্ছায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং উৎসাহিত ছাত্র ছাত্রীরা রক্তদান করেছেন। মোট পঞ্চাশজন স্বেচ্ছায় রক্ত দান করেছেন।এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা সেই সাথে প্রাক্তন ছাত্র ছাত্রীরাও এই বিদ্যালয়ের আদর্শ শিক্ষকের স্মরণ সভায় উপস্থিত  ছিলেন।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ইন্দ্রনীল ঘোষ মহাশয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here