কান্দি থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

0
105

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

আজ ১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলা পুলিশের অধীনস্থ কান্দি থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো।

k sabari rajkumar | newsfront.co
কে সবরি রাজকুমার। নিজস্ব চিত্র

এদিনের এই রক্তদান শিবির থেকে প্রায় একশোর বেশি রক্তদাতা রক্তদান করবেন বলে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা আরক্ষা আধিকারিক কে সবরি রাজকুমার। রক্ত দানের পাশাপাশি এদিনের কর্মসূচিতে ছিল রক্তদাতাদের চারাগাছ বিতরণ।

ofiicer | newsfront.co
নিজস্ব চিত্র
tree plant distribute | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বিশ্ব রক্তদাতা দিবসে আইএনটিটিইউসি-র উদ্যোগে রক্তদান শিবির জলঙ্গীতে

এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা আরক্ষা আধিকারিক কে সবরি রাজকুমার, কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক শান্তনু সেন, মুর্শিদাবাদ জেলা অতিরিক্ত আরক্ষা আধিকারিক সুবিমল পাল, কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কান্দি পৌরসভার প্রশাসক অপূর্ব সরকার, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি রাজবংশী, কান্দি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পার্থ প্রতিম সরকার, কান্দি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মধক গৌরব চ্যাটার্জি, কান্দি পৌরসভার প্রশাসক সদস্য দেবল দাস, কান্দি কোয়ার্টার সরকারি উকিল সুনীল চক্রবর্তী, কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ চন্দ্র ঘোষ সহ বিশিষ্ট ব্যাক্তিত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here